Apan Desh | আপন দেশ

নারী প্রেসিডেন্টপ্রার্থী কে এই জোহরাহ?

প্রকাশিত: ১৩:২৬, ৪ জুন ২০২৪

আপডেট: ১৩:৩৯, ৪ জুন ২০২৪

নারী প্রেসিডেন্টপ্রার্থী কে এই জোহরাহ?

ছবি : সংগৃহীত

ইরানের কট্টরপন্থী নারী রাজনীতিবিদ হিসেবে পরিচিত সাবেক আইন প্রণেতা জোহরাহ ইলাহিয়ান। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। দেশটির ইতিহাসে তিনিই প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী। সে হিসেবে সবার নজর এখন জোহরাহর দিকেই।

গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ ঘটনার পর দেশটিতে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। আগামী ২৮ জুন আগাম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরানের গার্ডিয়ান কাউন্সিল (অভিভাবক পরিষদ বা সাংবিধানিক কাউন্সিল) দ্বারা অনুমোদিত হলে জোহরাহ প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর অনুমতি পাবেন। গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলে তিনি প্রেসিডেন্ট পদে দাঁড়ানো প্রথম নারী হতে পারেন। কাউন্সিল সম্ভাব্য সব প্রার্থীকে যাচাই করে থাকে।

আরও পড়ুন>> কারাদণ্ড যেখানে বিয়ের চেয়ে নিরাপদ

৫৭ বছর বয়সী জোহরাহ ইলাহিয়ান পেশায় একজন চিকিৎসক। তিনি সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সাবেক সদস্যও। তিনি কট্টরপন্থীদের স্লেটে দুই বার সংসদে নির্বাচিত হন। জোহরাহ ইলাহিয়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল-খোমেনির সমর্থক। 

নিবন্ধনের পর জোহরাহ এলাহিয়ান তার বক্তৃতায় সুন্দর সরকার, সুষ্ঠু অর্থনীতি, সুষ্ঠু সমাজ’ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেন। অন্যান্য কট্টরপন্থীদের মতো ইলাহিয়ান বাধ্যতামূলক হিজাব পরার নিয়ম সমর্থন করেন। 

আজম তালেগনি ছিলেন ইরানের এক প্রবীণ সংস্কারবাদী নারী রাজনীতিবিদ ও সাংবাদিক। তিনি ১৯৯৭ সাল থেকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য নিবন্ধন করে আসছিলেন। ২০১৯ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত এ নারী প্রতিবারই নিবন্ধন করেন। তবে কোনোবিরই তিনি গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পাননি।   

আপন দেশ/এইউ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়