Apan Desh | আপন দেশ

জোটের সমর্থন পেলেন মোদি 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১, ৬ জুন ২০২৪

জোটের সমর্থন পেলেন মোদি 

ছবি: সংগৃহীত

ভারতের নতুন সরকার গঠনের জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) শরিকদের সমর্থন পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার (৫ জুন) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বিজেপি হাইকমান্ডের সঙ্গে বৈঠক হয় শরিকদের। ফলে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

এনডিএ’র সব দলের পক্ষ থেকে তাদের সমর্থন নিশ্চিত হয়েছে বলে দলটি ঘোষণা দিয়েছে। দলটির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নরেন্দ্র মোদিকেই সর্বসম্মতিক্রমে জোটের নেতা হিসেবে বেছে নেয়া হয়েছে।

এতে উল্লেখ করা ২১ নেতার মধ্যে রয়েছে তেলেগু দেশম পার্টির (টিডিপি) নেতা এন চন্দ্রবাবু নাইডু, জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) এক প্রতিনিধির নাম

আরও পড়ুন>> মোদিকে সমর্থন দেবেন না ওয়াইসি

লোকসভায় কাঙ্ক্ষিত ২৭২ আসন নিশ্চিত করতে এ দুটি দলের সমর্থন বিজেপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে, সরকার গঠন করতে শরিকদের পাশে পাওয়ার ব্যাপারে বিজেপির আত্মবিশ্বাসে আর কোনো ঘাটতি থাকার কথা নয়।

বিবৃতিতে বলা হয়, ‘ভারতের দরিদ্র, নির্যাতিত, শোষিত, বঞ্চিত মানুষ এবং নারী, যুবক ও কৃষকদের সেবায় শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

এর আগে, নরেন্দ্র মোদির নেতৃত্বে এক সভায় অংশ নেন জোট নেতারা। সেখানে তাদের বেশ নির্ভার দেখা যায়। কেউ কেউ তার সঙ্গে হাসিতেও মেতে ওঠেন।

সূত্র: বিবিসি

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়