ছবি: সংগৃহীত
হজ মৌসুমের শুরুতেই আন্তর্জাতিক প্রচার-প্রচারণা চালিয়ে আসছে সৌদি সরকার। ইতোমধ্যে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ কিছু বিধিনিষেধ ও সর্তকতা জারি করেছে। বিধি বাস্তবায়নে কঠোর দেশটির প্রশাসন। হজ পারমিট বা ভিসা না থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। আটকসহ জেল-জরিমানা করছে কর্তৃপক্ষ। এ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে।
ভিসাহীন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। হজের বিধিবিধান ও নির্দেশনা লঙ্ঘনকারী হিসেবে তাদের ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে ১০ হাজার রিয়াল জরিমানা ও নির্বাসনে পাঠানো সিদ্ধান্ত জানানো হয়েছে।
আরও পড়ুন>> হজযাত্রীদের সচেতনতায় সৌদির আন্তর্জাতিক প্রচারণা
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়ায় ‘পারমিট ছাড়া হজ্জ নয়’ হ্যাশট্যাগ দিয়ে জানিয়েছে, আইন অমান্যকারীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকর করার হবে। এজন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। মক্কায় নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাসপোর্টের জেনারেল ডিরেক্টরেটের মৌসুমি প্রশাসনিক কমিটি আটটি প্রশাসনিক নির্দেশনা জারি করেছে। যার মধ্যে রয়েছে যাত্রীবহনকারী গ্রেফতার প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড এবং ১০ হাজার রিয়াল জরিমানা। মঙ্গলবার (৪ জুন) বেশ কয়েকজনকে গ্রেফতার করে ওই সাজা দেয় হয়। তাদের মাঝে সৌদি নাগরিক ও প্রবাসী উভয়ই রয়েছে।
তাদের প্রতি ব্যক্তির বিপরীতে জরিমানা বাড়তে থাকবে। আইন লঙ্ঘনকারীদের সম্মানহানি ছাড়াও শাস্তি কার্যকর করার পর প্রবাসীদেরকে দেশে পাঠানো হবে। তবে পরবর্তীতে নির্দিষ্ট সময়ের জন্য তাদের সৌদি আরবে প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকবে। পরিবহনে ব্যবহৃত তিনটি গাড়ি বিচারিকভাবে বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়েছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।