বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ও অভিযুক্ত নারী জওয়ান। ছবি: সংগৃহীত
বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন ভারতের লোকসভা নির্বাচনে নবনির্বাচিত এমপি ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। দেশটির চণ্ডীগড় বিমানবন্দরে নতুন এ সাংসদকে সপাটে চড় মারার অভিযোগ উঠেছে এক নারী নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কৃষকদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের জন্য বৃহস্পতিবার (৬ জুন) চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনার গায়ে হাত তোলেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক নারী সদস্য। ওই নারীর নাম কুলবিন্দর কৌর। তিনি পাঞ্জাবের বাসিন্দা।
২০২১ সালে ভারতজুড়ে কৃষক আন্দোলন ছড়িয়ে পড়ে। সেই সময় ওই আন্দোলন নিয়ে বেফাঁস মন্তব্য করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। আন্দোলনরত কৃষকদের ‘খলিস্তানি’, ‘সন্ত্রাসবাদী’ বলে তোপ দাগেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করে নেয়ার কথা ঘোষণা দেন। এরপরও কৃষকদের ‘জিহাদি’ বলে আক্রমণ করেন এ অভিনেত্রী।
আরও পড়ুন>> লোকসভা নির্বাচনে বিজয়ী মুসলিম প্রার্থীরা
নারী নিরাপত্তাকর্মী কুলবিন্দর কৌর জানিয়েছেন, কৃষকদের অসম্মান করে মন্তব্য করায় কঙ্গনার ওপর ক্ষুব্ধ হন তিনি। আর সেই ক্ষোভ থেকেই বলিউড অভিনেত্রীকে চড় মেরেছেন।
সম্প্রতি বিজেপির রাজনীতিতে নাম লেখান বলিউড অভিনেত্রী কঙ্গনা। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে হিমাচল প্রদেশের মান্ডি আসনে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি।
ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, কঙ্গনা ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়েছেন। কংগ্রসের বিক্রমাদিত্য সিং পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ২৬৭ ভোট।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।