ছবি : সংগৃহীত
ফিলিস্তিনে শিশুদের ওপর বর্বরোচিত হামলায় ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এ বিষয়ে নিজেদের অবস্থানের কথা নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান। তিনি প্রজ্ঞাপন পেয়েছেন এবং এ পদক্ষেপে তিনি ক্ষুব্ধ বলে জানান।
গিলাদ আরদান বলেন, ‘এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত। ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নৈতিকতাসম্পন্ন বাহিনী। এক ব্যক্তিই কালো তালিকাভুক্ত করেছেন এ সেনাবাহিনীকে। তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন। ইসরায়েলের প্রতি ঘৃণায় পরিচালিত।’
শুক্রবার (৭ জুন) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে করেন। সেখানে জাতিসংঘের বার্ষিক ‘চিল্ড্রেন ইন আর্মড কনফ্লিক্ট’ প্রতিবেদনে ইসরায়েলের তালিকাভুক্তির বিষয়টি জানানো হয়। তিনি বলেন, বিষয়টি যাতে ফাঁস না হয়, সেজন্য এমনটা করা হয়েছে।
প্রতিবেদনটি ১৪ জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে।
রয়টার্স এক জাতিসংঘ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, ফিলিস্তিনি গ্রুপ হামাস এবং ইসলামিক জিহাদকেও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
ডুজারিক বলেন, ইসরায়েলি রাষ্ট্রদূতের ফোন কলটি ‘দুঃখজনক এবং অগ্রহণযোগ্য’।
আপন দেশ/এমকেজে/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।