Apan Desh | আপন দেশ

জন্মহার বাড়াতে চালু হচ্ছে ডেটিং অ্যাপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ৯ জুন ২০২৪

জন্মহার বাড়াতে চালু হচ্ছে ডেটিং অ্যাপ

ছবি: সংগৃহীত

জাপানে বছরের পর বছর ধরে জন্মহারের নিম্নগামিতা এবার ঠেকেছে নতুন রেকর্ডে। সরকারি নানা উদ্যোগেও এ নিম্নগামিতা ঠেকানো যাচ্ছে না। তরুণরা যেন বিয়ে করে সংসারি হয়ে সন্তান জন্মদানে মনোযোগী হয়, সেজন্য মরিয়া দেশটির সরকার। এজন্য এবার চালু করতে যাচ্ছে ডেটিং অ্যাপ।

দেশটির সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস জানিয়েছে, জাপানের সরকারি ডেটিং অ্যাপটি ব্যবহারের জন্য নির্দিষ্ট কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। প্রথমত, ব্যবহারকারী অবিবাহিত, তার প্রমাণ দিতে হবে। দ্বিতীয়ত, ব্যবহারকারীদের স্বাক্ষর করে জানাতে হবে তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা আছে। আর তৃতীয়ত, তাদের বার্ষিক আয়ের নথি পেশ করতে হবে। সবশেষ, ডেটিং অ্যাপ ব্যবহারের আগে তাদের সাক্ষৎকার নেয়া হবে।

কয়েক বছর ধরে জাপানের জনসংখ্যার হার নিম্নমুখী। ১২ কোটির বেশি মানুষের দেশটিতে গত বছর জন্ম নিয়েছে মাত্র ৭ লাখ ২৭ হাজার ২৭৭ শিশু। অন্যদিকে প্রাণ হারিয়েছে ১৫ লাখ ৭০ হাজার নাগরিক, যা জন্মের তুলনায় দ্বিগুণ। 

আরও পড়ুন>> জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী

জন্মহারের নিম্নগতি ও বিয়ের সংকট মোকাবেলায় সরকারিভাবে এ ডেটিং অ্যাপ চালু করতে যাচ্ছে টোকিও। মোবাইল অ্যাপের মাধ্যমে মানুষকে বিবাহমুখী করার বিভিন্ন প্রকল্পের জন্য চলতি বছরের বাজেটে ৩০০ মিলিয়ন ইয়েন বরাদ্দ করেছে জাপান সরকার।

প্রসঙ্গত, গত কয়েক দশক ধরে ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এ ধরনের ডেটিং অ্যাপ। এর মাধ্যমে ভালোবাসার মানুষ এবং জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন অনেকেই। তাই এবার দেশের এ সংকট মেটাতে এ ধরনের অ্যাপের সাহায্য নিচ্ছে জাপান সরকার। এ বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, জন্মহার হ্রাসের প্রবণতা তাদের দেশে সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়