Apan Desh | আপন দেশ

নিখোঁজ নারীর সন্ধান মিললো অজগরের পেটে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১০, ৯ জুন ২০২৪

আপডেট: ১৩:১২, ৯ জুন ২০২৪

নিখোঁজ নারীর সন্ধান মিললো অজগরের পেটে

প্রতীকী ছবি

নিখোঁজের তিন দিন পর বিশাল আকৃতির অজগরের পেট থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর মরদেহ। এ ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ইন্দোনেশিয়া সুলাওয়েসি প্রদেশের দক্ষিণাঞ্চলের এলাকা কালেমপাং গ্রামের। 

শনিবার (৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, এ নির্মম ঘটনায় মৃত নারীর নাম ফরিদা (৪৫)। ওই গ্রামে তিনি চার সন্তানসহ স্বামীর সঙ্গে বাস করতেন।  গত শনিবার ফরিদার স্বামী তাকে প্রায় ১৬ ফিট লম্বা একটি অজগরের পেট থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় নেতা সুয়ারদি রোসি জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে ফরিদা বাড়ির বাইরে যান। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে গ্রামবাসীরা বিষয়টি জানতে পারলে বেশ কিছুক্ষণ খোঁজাখুজি করেন। তবে সে রাতে তার কোনো খোঁজ মেলেনি। পরদিন সকালে বাড়ির কিছু দূরে তার স্বামী গৃহস্থালি জিনিসপত্র পড়ে থাকতে দেখে গ্রামবাসীকে খবর দেন।

আরও পড়ুন>> সিয়ামকে নিয়ে অভিযানে মিললো একাধিক হাড়

পরে গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই স্থানে খোঁজ করে একটি বিশাল আকৃতির অজগর সাপ আবিষ্কার করেন। এরপর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তারা ওই অজগরটির পেট কেটে ফরিদার মরদেহ উদ্ধার করেন। এ সময় ফরিদার শরীরে তার পরনের জামা-কাপড়ও ছিল।

দেশটিতে এ ধরনের ঘটনা বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে অজগরের গিলে ফেলার ঘটনায় বেশ করেকজনের মৃত্যু হয়েছে। এর আগে, গত বছর ওই প্রদেশেরই তিনাঙ্গেনায় একটি আট মিটার লম্বা অজগরের পেট থেকে এক কৃষকের মৃরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ২০১৮ সালে একই প্রদেশের দক্ষিণাঞ্চলে এমন একটি ঘটনা ঘটেছিল। সেসময় প্রদেশটির মুনা শহরের ৫৪ বছরের মহিলাকে পুরো গিলে খেয়েছিল বিশাল আকৃতির একটি অজগর। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়