Apan Desh | আপন দেশ

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় বাস খাদে, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ১০ জুন ২০২৪

আপডেট: ১১:২৮, ১০ জুন ২০২৪

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় বাস খাদে, নিহত ৯

ছবি: সংগৃহীত

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে একটি বাসে হামলায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৩ জন। হতাহতরা সবাই হিন্দু তীর্থযাত্রী বলে জানানো হয়েছে। তীর্থযাত্রীদের নিয়ে বাসটি একটি মন্দির থেকে ফেরার পথে বন্দুকধারীদের হামলার মুখে পড়ে। এতে বাসটি খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

সোমবার (১০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

সংবাদমাধ্যমটি বলছে, ভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ৯ জন নিহত এবং আরও ৩৩ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

রোববার ভারত ও পাকিস্তানের বিরোধপূর্ণ এ অঞ্চলের দক্ষিণাঞ্চলীয় রিয়াসি শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে।

রিয়াসি জেলার পুলিশ প্রধান মোহিতা শর্মা সাংবাদিকদের বলেছেন, ‘বন্দুকধারীরা বাসটিতে অতর্কিত হামলা এবং নির্বিচারে গুলি চালায়। পরে বাসটি একটি খাদে পড়ে যায়, ফলে ৯ জন তীর্থযাত্রীর মৃত্যু এবং আরও ৩৩ জন আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। আহতদের নারায়ণ হাসপাতাল ও রিয়াসি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অবশ্য হামলার জন্য তাৎক্ষণিক কেউ দায় স্বীকার করেনি। ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা বিশেষ মহাজন জানিয়েছেন, বাসটি হিন্দু মন্দির মাতা বৈষ্ণো দেবীর বেস ক্যাম্পে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার পথে হামলার শিকার হয়।

অন্যদিকে পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার সন্ধ্যায় জম্মু ও কাশ্মিরের রিয়াসিতে তীর্থযাত্রীবাহী একটি বাসে সন্ত্রাসীদের আক্রমণের পর ৯ জন নিহত এবং আরও ৩৩ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যমটির দাবি, বাসটি শিব খোরি গুহা মন্দিরে যাওয়ার পথে হামলার কবলে পড়ে।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের ধারে কিছু মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। পাশেই ক্ষতিগ্রস্ত বাসটি পড়ে আছে। স্থানীয়দের উদ্ধার অভিযানে সাহায্য করতে দেখা গেছে।

দুর্ঘটনার পরপরই অবশ্য পুলিশ, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়