পাকিস্তানে বোমা হামলায় ৭ সেনা নিহত হয়েছেন। ছবি: দ্য ডন
পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে বোমা হামলায় সাত সেনাসদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে ক্যাপ্টেন পদমর্যাদার একজন কর্মকর্তাও রয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, রোববার (৯ জুন) খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াতে সেনা সদস্যদের গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত হানে। এতে একজন ক্যাপ্টেনসহ অন্তত সাত সেনাসদস্য নিহত হন।
সেনাবাহিনীর এ গাড়িটি কাচি কামার এলাকায় যাচ্ছিল। পথে পাঞ্জাবের মিয়ানওয়ালি জেলার সীমান্তবর্তী সুলতানখেল গ্রামের কাছে হামলার কবলে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃসেবা জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।
আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত সেনাসদস্যরা হলেন— কাসুরের ক্যাপ্টেন মুহাম্মদ ফারাজ ইলিয়াস (২৬), স্কার্দুর সুবেদার মেজর মুহাম্মদ নাজির (৫০), ল্যান্স নায়েক মুহাম্মদ আনোয়ার (৩৪), ল্যান্স নায়েক হুসেন আলী, মুলতানের সিপাহী আসাদুল্লাহ (৩৩), গিলগিটের সিপাহী মনজুর হুসেন (২৭) এবং রাওয়ালপিন্ডির সিপাহী রশিদ মেহমুদ (৩১)।
আইএসপিআর জানিয়েছে, এ জঘন্য হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। ইতোমধ্যে অভিযান শুরু হয়ে গেছে।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি ও মুখ্যমন্ত্রী আলি আমিন খান।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।