ছবি : সংগৃহীত
কারিগরি ত্রুটির কারণে রাশিয়ার যুদ্ধ বিমান (এসইউ-৩৪) ককেশাস পর্বতে বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানে থাকা ক্রু নিহত হয়েছেন।
মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়ার।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, বিমান দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটি হয়েছে বলে জানা গেছে। দেশটির ওসেটিয়া অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান যুদ্ধ বিমানটি (এসইউ-৩৪ বোমারু বিমান) নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় ককেশাস পর্বতে বিধ্বস্ত হয়। এ সময় বিমানে থাকা থাকা ক্রুর মৃত্যু হয়।
বিধ্বস্তের সময় বিমানটিতে কতজন লোক ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আপন দেশ/এমকেজে
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।