Apan Desh | আপন দেশ

কাশ্মিরে সেনা ঘাঁটিতে হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ১২ জুন ২০২৪

কাশ্মিরে সেনা ঘাঁটিতে হামলায় নিহত ২

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মিরের দোদারের একটি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছে। চলমান সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। আধাসামরিক বাহিনীর এক সদস্যও নিহতের খবর পাওয়া গেছে। হামলাকারীদের খোঁজে সীমান্তবর্তী গ্রামে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনারা। খবর এনডিটিভির।

বুধবার (১২ জুন) শেষ রাতে ওই ঘাঁটিতে হামলা হয়। এখনও সেখানে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি চলছে।

গত রাতে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পুলিশ সদস্যসহ ছয়জন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই দোদা জেলার সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা সীমান্তবর্তী গ্রামে আশ্রয় নিলে গ্রামবাসীদের প্রতিরোধী মুখে পড়ে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এ অবস্থায় জঙ্গিরা গ্রামবাসীদের উপর গুলি চালালে একজন আহত হয়।

আরও পড়ুন>> ইউরোপের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব

গত তিন দিনের মধ্যে এটি তৃতীয় ঘটনা। এর তিন দিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরিখাদে গিয়ে পড়ে। এতে অন্তত ৯ জন নিহত হন। যাদের সবাই তীর্থযাত্রী ছিলেন।  

জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন জানান, দোদার চত্তরগোলার সেনা ঘাঁটিতে রাতের শেষভাগে পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের ওপর গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা। এরপর নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ হামলার জন্য পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলোকে সন্দেহ করা হচ্ছে।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘ওই এলাকায় এখনো গোলাগুলি চলছে। পরে আরও বিস্তারিত জানানো হবে।’ 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, কাশ্মীর টাইগারস নামে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়