ছবি: সংগৃহীত
এবারে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। এর আগে বৃহস্পতিবার (১৩ জুন) পবিত্র মক্কা থেকে মিনায় সমবেত হবেন হজযাত্রীরা। সেখানে ইবাদত বন্দেগিতে রাত্রি অতিবাহিত করবেন। শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে যাত্রা করবেন পবিত্র আরাফাতের ময়দানে। এদিন আরাফাত দিবস।
হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে আরাফাতের ময়দানের ইবাদতকে দেখা হয়। এ লক্ষ্যে গত মঙ্গলবার পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে সমবেত হয়েছেন কমপক্ষে ১৫ লাখ হজযাত্রী। তাদের বেশির ভাগই গিয়েছেন আকাশপথে। মোট হজযাত্রীর মধ্যে ফিলিস্তিনের দখলিকৃত পশ্চিমতীরের চার হাজার ২০০ হজযাত্রী রয়েছেন। তবে এ বছর যুদ্ধকবলিত গাজা উপত্যকা থেকে কোনো ফিলিস্তিনি হজে যেতে পারেননি।
সৌদি আরবের কর্মকর্তারা আশা করছেন, এবারের মোট হজযাত্রীর সংখ্যা ২০২৩ সালের সংখ্যাকে ছাড়িয়ে যাবে। সে বছর হজ পালন করেছেন কমপক্ষে ১৮ লাখ হাজী। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
আরও পড়ুন>> ঋণ থাকলে কোরবানি দেয়া যাবে?
রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলেছে, এবার মঙ্গলবার পর্যন্ত আকাশপথে সেখানে পৌঁছেছেন ১৪ লাখ ৮৩ হাজার ৩১২ হজযাত্রী। অন্যদিকে স্থল বন্দর দিয়ে প্রবেশ করেছেন ৫৯ হাজার ২৭৩ জন। সমুদ্রপথ ব্যবহার করে গিয়েছেন চার হাজার ৭১০ হজযাত্রী।
মঙ্গলবার হজযাত্রীরা মক্কায় গ্রান্ড মসজিদের দিকে দলে দলে ছুটে যান। তারা পবিত্র কাবার চারপাশে সাতবার করে তাওয়াফ করেন। এ সময় তারা ছিলেন ইহরাম বাঁধা অবস্থায়। সেখানে দিনের বেলায় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। আকাশে ছিল গণগণে রোদ। তা উপেক্ষা করে হজযাত্রীরা আল্লাহকে পাওয়ার আশায় মগ্ন হয়ে পড়েন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।