Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনা কেন দাঙ্গায় উত্তাল?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪০, ১৩ জুন ২০২৪

আর্জেন্টিনা কেন দাঙ্গায় উত্তাল?

ছবি: সংগৃহীত

ক্ষুব্ধ আর্জেন্টাইনরা। বিক্ষোভে উত্তাল রাজধানী বুয়েনস এইরেস। বিক্ষোভ দমাতে কয়েক’শ নিরাপত্তাকর্মী কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ছুঁড়েছেন। ব্যবহার করা হয়েছে জলকামান। স্থানীয় সময় বুধবার (১২ জুন) আর্জেন্টিনার পার্লামেন্ট কংগ্রেসের সামনে এ ঘটনা ঘটে।

বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, এদিন দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইর সরকারের বাজেট কমানো ও সংস্কার প্রস্তাব উত্থাপন করেন। এ নিয়ে সিনেটে বিতর্ক চলার সময় বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিলটি বাতিলের দাবিতে কংগ্রেস ভবনের বাইরে দুটি গাড়িতে আগুন দেন বিক্ষোভকারীরা।

জানা গেছে, সিনেটে বিলটি পাশের আগে বিক্ষোভকারীরা স্লোগান দেন— ‘দেশ বিক্রির জন্য নয়, দেশ রক্ষার জন্য’, একটি ব্যানারে লেখা ছিল, ‘একজন রাষ্ট্রপ্রধান কীভাবে নিজ রাষ্ট্রকেই ঘৃণা করতে পারেন?’ এ সময় বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কংগ্রেসের দিকে যাওয়ার চেষ্টা করেছিল। জবাবে পুলিশ বিক্ষোভকারীদের ওপর পিপার স্প্রে করলে তারা পুলিশের দিকে ঢিল ছুঁড়তে শুরু করে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, পেপার স্প্রের কারণে সাতজন বিক্ষোভকারীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তাদের মধ্যে পাঁচজনই আইনপ্রণেতা। ঘটনাস্থলে আরও বেশ কয়েকজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন>> রাশিয়া নিয়ে পশ্চিমাদের নীলনকশা ফাঁস

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বুধবার রাতে বুয়েনস এইরেস যেন ‘রণক্ষেত্রে’ পরিণত হয়েছিল। এ সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দেয়নি আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো।

প্রসঙ্গত, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দেশটির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে যে সংস্কার প্যাকেজ প্রস্তাব করেছেন, তার মধ্যে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা, পেনশন হ্রাস ও শ্রম অধিকার হ্রাস করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। বামপন্থি রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও সামাজিক সংগঠনগুলো এ পদক্ষেপের বিরোধিতা করছে।

মিলেইয়ের প্রস্তাবিত এ সংস্কার প্যাকেজটি প্রাথমিকভাবে আর্জেন্টাইন সিনেটে ৩৬-৩৬ ভোটে টাই ছিল। কিন্তু সিনেটের প্রধান ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিলারুল প্রস্তাবের পক্ষে ভোট দিলে সেটি প্রাথমিকভাবে বুধবার পাশ হয়। বৃহস্পতিবার (১৩ জুন) বিলটির প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে জরিপ করা হবে। এরপর তা চূড়ান্তভাবে পাশ হওয়ার জন্য নিম্নকক্ষে ফেরত যাবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়