ছবি: সংগৃহীত
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রুশ বাহিনী। এরপর পেরিয়েছে দুই বছরেও বেশি সময়। এখন পর্যন্ত এ হামলা বন্ধের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। হামলা পাল্টা হামলা, মৃত্যুমিছিল সবকিছুই অব্যাহত। এ পরিস্থিতিতে হঠাৎই যুদ্ধবিরতির কথা শোনা গেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলায়! তবে যুদ্ধ থামানোর জন্য কয়েকটি শর্ত বেঁধে দিয়েছেন তিনি। যা মানতে হবে ইউক্রেনকে। তাহলেই ছেদ পড়বে এ সংঘর্ষে।
রুশ প্রেসিডেন্ট পুতিনের বিবৃতিটি এমন এক সময় এলো, যখন ইউক্রেনে শান্তির পথ নিয়ে আলোচনা করার জন্য ৯০ দেশের নেতারা শনিবার (১৫ জুন) সুইজারল্যান্ডে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। শীর্ষ এ সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।
শুক্রবার মস্কোতে রাশিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে বক্তব্য রাখেন পুতিন। এ সময় তিনি ইউক্রেন সরকারকে রাশিয়ার আংশিক দখল করা চারটি অঞ্চল দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান।
আরও পড়ুন>> ‘ইরান পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে’
পুতিন বলেন, রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেনকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে ন্যাটো সামরিক জোটে যোগদানের প্রচেষ্টা ছেড়ে দিতে হবে। ইউক্রেনের সরকার যদি শর্ত মেনে নেয় তবে যে মুহূর্তে তারা সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করবে, সেই মুহূর্ত থেকেই যুদ্ধবিরতি শুরু হয়ে যাবে।
এদিকে পুতিনের প্রস্তাবকে ‘সম্পূর্ণ ছলনা’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক। এ ধরনের প্রস্তাবকে তিনি আক্রমণাত্মকও বলেছেন।
ভ্লাদিমির পুতিনের বেঁধে দেয়া শর্তের প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালি সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কিও। ইতালির একটি টেলিভিশনকে তিনি বলেছেন, এগুলো আল্টিমেটামের বার্তা। হিটলারও একই কাজ করেছিলেন, যখন তিনি বলেছিলেন—আমাকে চেকোস্লোভাকিয়ার একটি অংশ দিন, তবে ঝামেলা এখানেই শেষ হবে।
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনও রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, পুতিন অবৈধভাবে সার্বভৌম ইউক্রেনের ভূখণ্ড দখল করেছেন। শান্তির জন্য ইউক্রেনকে কী করতে হবে, তা নির্দেশ করার কোনো অবস্থানে তিনি (পুতিন) নেই।
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, পুতিনের প্রস্তাব সরল বিশ্বাসে তৈরি হয়নি।
জেলেনস্কি সুইজারল্যান্ডে শনিবারের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এ সম্মেলনে তিনি ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পাওয়ার আশা করছেন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।