Apan Desh | আপন দেশ

ঈদ আনন্দেও গাজায় বেঁচে থাকার লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ১৫ জুন ২০২৪

ঈদ আনন্দেও গাজায় বেঁচে থাকার লড়াই

ছবি : সংগৃহীত

পালিত হচ্ছে পবিত্র হজ। বিশ্বজুড়ে পবিত্র ঈদুল আযহার আনন্দের ঢেউ। কিন্তু ফিলিস্তিনের গাজাবাসীর মধ্যে তার বিন্দুমাত্রও নেই। তারা প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই করছেন। তাদের ওপর অবিরাম নির্বিচারে বোমা হামলা করছে ইসরায়েল। তাতে প্রতিদিনই লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। শুক্রবারও তাদের হামলায় কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে গাজা সিটির তুফ্ফা এলাকায় হামলায় একটি নবজাতক নিহত হয়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ডেপুটি নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেছেন, পরিষ্কার পানি বা পয়ঃনিষ্কাশন সুবিধাবিহীন অবস্থায় গাজার দক্ষিণে আটকে পড়েছেন কমপক্ষে ১০ লাখ বাস্তুচ্যুত মানুষ। সেখানে ধ্বংসযজ্ঞের মাত্রা হতাশাজনক। যোদ্ধাগোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড বলেছে- তাদের কাছে থাকা জিম্মিদের দু’জন নিহত হয়েছে ইসরায়েলি সেনাদের বিমান হামলায়।

এ অবস্থায় ইতালিতে জি-৭ শীর্ষ সম্মেলনে গাজায় বাধাহীনভাবে কাজ করতে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থাকে অনুমতি দেয়ার আহ্বান জানানো হয়েছে। 

এ অবস্থায় ইতালিতে জি-৭ শীর্ষ সম্মেলনে গাজায় বাধাহীনভাবে কাজ করতে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থাকে অনুমতি দেয়ার আহ্বান জানানো হয়েছে। 

এ অবস্থায় ইতালিতে জি-৭ শীর্ষ সম্মেলনে গাজায় বাধাহীনভাবে কাজ করতে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থাকে অনুমতি দেয়ার আহ্বান জানানো হয়েছে। 

আপন দেশ/এমকেজে

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়