Apan Desh | আপন দেশ

বকেয়া বেতন না পেয়ে মালিককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩, ১৬ জুন ২০২৪

আপডেট: ১৯:৪৫, ১৬ জুন ২০২৪

বকেয়া বেতন না পেয়ে মালিককে হত্যা

ছবি: সংগৃহীত

মালিককে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। বকেয়া বেতন না পেয়ে এমনটি করেছেন। ভারতের মুম্বইয়ের কলমবোলি থানা এলাকার ঘটনা এটি। খবর এনডিটিভি।

পুলিশ বলছে, শুক্রবার (১৪ জুন) মালিকের কাছে বকেয়া বেতন চাইতে যান ওই যুবক। কিন্তু মালিক আগামী সপ্তাহের মধ্যে তার পাওনা টাকা পরিশোধের কথা বললে বিবাদে জড়ান ভুক্তভোগী। এক পর্যায়ে রাগের বশে ধারালো অস্ত্র দিয়ে মালিককে হত্যা করেন তিনি।

স্থানীয় গণমাধ্যম বলছে, মাত্র এক হাজার ২৫০ রুপি বেতন বাকি রেখেছিলেন কোম্পানির মালিক পারভেজ আনসারি। বকেয়া টাকা চাইতে আসলে আনসারি বলেন, আগামী ২০ জুনের মধ্যে মধ্যে টাকা দিয়ে দেবেন। কিন্তু তা মানতে চাননি ওই যুবক।

পুলিশ বলছে, টাকা নিয়ে মালিকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন অভিযুক্ত। এক পর্যায়ে রাগের বশে ধারালো অস্ত্র দিয়ে তিনি মালিককে খুন করেন বলে ধারনা করা হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত পারভেজের এক বন্ধুকেও আক্রমণ করেন অভিযুক্ত। আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তার খোঁজ চলছে বলে জানানা পুলিশ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়