Apan Desh | আপন দেশ

রাশিয়ার দাগেস্তানে হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ২৪ জুন ২০২৪

আপডেট: ১০:৩৮, ২৪ জুন ২০২৪

রাশিয়ার দাগেস্তানে হামলায় নিহত ২২

ছবি: সংগৃহীত

রাশিয়ার দাগেস্তানে ইহুদি উপাসনালয়সহ বেশ কয়েক জায়গায় ভয়াবহ হামলা হয়েছে। এতে অন্তত ১৫ জন পুলিশ ও একজন অর্থোডক্স ধর্মযাজক নিহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। আহত হয়েছেন আরও অনেকে। দাগেস্তানের গভর্নর সের্গেই মেলিকভ এসব তথ্য জানান।

সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় দাগেস্তান প্রজাতন্ত্রের মাখাচকালা ও ডারবেন্টে এ হামলা চালানো হয়। দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ ও পুলিশ পোস্টে হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

আরও পড়ুন>> হামাসকে নির্মূল অসম্ভব: ইসরায়েলি সেনাবাহিনী

স্থানীয় কর্মকর্তারা জানান, হামলার ফলে ডারবেন্টের সিনাগগে আগুন লেগে যায়। এছাড়া গির্জা থেকে ধোঁয়া উঠছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে আজ সোমবার ভোরে গভর্নর সের্গেই মেলিকভ বলেন, ‘দাগেস্তান ও পুরো দেশের জন্য এটা খুবই দুঃখের দিন। আমরা বুঝতে পারছি, এসব সন্ত্রাসী হামলার পেছনে কোন সংগঠন জড়িত এবং তারা কোন লক্ষ্য পূরণে হামলা চালিয়েছে।’ 

যদিও দায়ী হিসেবে কারও নাম উল্লেখ করেননি সের্গেই মেলিকভ। তিনি বলেছেন, হামলাকারীদের মধ্যে ছয়জনকে ‘শেষ করা’ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানাননি দাগেস্তান প্রজাতন্ত্রের এ প্রধান। 

রাশিয়ার সংবাদমাধ্যম তাসের বরাতে আল–জাজিরার প্রতিবেদনের তথ্য, সন্দেহভাজন হামলাকারীরা ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের’ সদস্য। তবে উত্তর ককেশাস অঞ্চলে এসব হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডারবেন্টের সিনাগগটি পুড়িয়ে দেয়া হয়েছে। মাখাচকালার দ্বিতীয় আরেকটি সিনাগগে গুলি চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময়ে সিনাগগে কোনও উপাসক ছিল না বলে মনে করা হচ্ছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়