Apan Desh | আপন দেশ

জুলিয়ান অ্যাসাঞ্জ কারামুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ২৫ জুন ২০২৪

আপডেট: ১১:৩২, ২৫ জুন ২০২৪

জুলিয়ান অ্যাসাঞ্জ কারামুক্ত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পেয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর কারামুক্ত হন তিনি। এ চুক্তির আওতায় অ্যাসাঞ্জ ফৌজদারি অপরাধের দোষ স্বীকার করে নিয়েছেন। মুক্তির পর পরই যুক্তরাজ্য ছেড়েছেন। খবর বিবিসি।

সোমবার (২৪ জুন) স্থানীয় সময় সকালে মুক্তি পান বলে এক বিবৃতিতে উইকিলিক্স জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা তথ্য সংগ্রহ ও প্রকাশের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। যুক্তরাষ্ট্রের যুক্তি ছিল, উইকিলিক্স ইরাক ও আফগানিস্তান যুদ্ধ সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছিল, এতে বহু মানুষের জীবন বিপন্ন হয়েছে।

যুক্তরাজ্যের কারাগারে গত পাঁচ বছর বন্দি ছিলেন অ্যাসাঞ্জ। সেখান থেকেই তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই করেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অ্যাসাঞ্জকে আর যুক্তরাষ্ট্রের কোনো কারাগারে থাকতে হবে না। যুক্তরাজ্যের কারাগারে কাটানো সময়কেই তার কারাবাসের সময় হিসেবে ধরা হবে।

বিচার বিভাগীয় এক চিঠিতে বলা হয়েছে, অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন।

মঙ্গলবার উইকিলিকস এক বিবৃতিতে জানায়, ‘জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্তি পেয়েছেন। ২৪ জুন সকালে তিনি লন্ডনের বেলমার্শ কারাগার থেকে মুক্তি পান। ১৯০১ দিন কারাগারে থাকার পর লন্ডনের হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। দুপুরে স্ট্যানস্টেড বিমানবন্দর পৌঁছান এবং বিমানে করে যুক্তরাজ্য ত্যাগ করেন।’

গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য অস্ট্রেলিয়ার অনুরোধ বিবেচনা করছেন তিনি। পরের মাসে যুক্তরাজ্যের উচ্চ আদালত রায় দিয়েছিল যে, অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে একটি নতুন আপিল আনতে পারেন।

২০১০ সালে অ্যাসাঞ্জের প্রতিষ্ঠিত উইকিলিকস ওয়েবসাইটটি মার্কিন সামরিক হেলিকপ্টার থেকে তোলা একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, বাগদাদে রয়টার্সের দুই সাংবাদিকসহ এক ডজনেরও বেশি ইরাকি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

অ্যাসাঞ্জের অন্যতম পরিচিত সহযোগী, মার্কিন সেনাবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক চেলসি ম্যানিংকে ৩৫ বছর কারাদণ্ড দেয়া হয়। পরে ২০১৭ সালে তার সাজা কমানো হয়।

আপন দেশ/এইউ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়