Apan Desh | আপন দেশ

হামাসপ্রধান পরিবারের ১০ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ২৫ জুন ২০২৪

আপডেট: ১৪:৫৫, ২৫ জুন ২০২৪

হামাসপ্রধান পরিবারের ১০ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা।

এক প্রতিবেদনে আল-জাজিরা জানায়, উত্তর গাজায় আল শাতি ক্যাম্পে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এ ঘটনায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইলি হানিয়ার বোনসহ পরিবারের ১০ জন নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহত সবাই হানিয়াহ পরিবারের সদস্য। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন>> ’গাজায় ২১ হাজার শিশু নিখোঁজ’

চলমান যুদ্ধে গত এপ্রিলে ইসরায়েলি বাহিনীর হামলায় তিন সন্তানকে হারিয়েছেন ইসমাইল হানিয়া। এর আগে, গত বছর ১৬ নভেম্বর গাজায় ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

এদিকে আন্তর্জাতিক সব আহ্বানকে উপেক্ষ করে গাজায় জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। তাদের অভিযানে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিন। গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরিতে।
 
গাজায় ইসরায়েলি আগ্রাসনে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে থাকা উপত্যকাটির বাসিন্দাদের জন্য ত্রাণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এমনকি ত্রাণ নিতে যাওয়া নিরীহ ফিলিস্তিনিকেও হতে হয়েছে ইসরায়েলি সেনাদের হামলার শিকার।
 
রোববার ফের ত্রাণসরবরাহে ব্যবহৃত ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে ত্রাণবাহী ট্রাকের নিরাপত্তায় থাকা এক ব্যক্তিসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

আপন দেশ/এইউ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়