Apan Desh | আপন দেশ

বিশ্বের সবচেয়ে লম্বা কুকুরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৩, ২৬ জুন ২০২৪

বিশ্বের সবচেয়ে লম্বা কুকুরের মৃত্যু

ছবি: সংগৃহীত

গ্রেট ডেন প্রজাতির ‘কেভিন’ পেয়েছিল বিশ্বের সবচেয়ে লম্বা কুকুরের খেতাব। সোমবার (২৪ জুন) কুকুরটি মারা গেছে বলে জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

সিএনএন জানায়, কেভিনের বয়স হয়েছিল তিন বছর। কয়েকদিন আগে কুকুরটি অসুস্থ হয়ে পড়ে। তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু সে আর বাঁচেনি।

প্রতিবেদন মতে, কুকুরটি দাঁড়ালে এটির উচ্চতা দাঁড়াত ৩ ফুট ২ ইঞ্চি। কুকুরটির মালিক ট্রেসি ও রজার উলফ তাকে নিয়ে যুক্তরাষ্ট্রের আইওয়াতে বাস করতেন।

ট্রেসি ও উলফ বলেন, কেভিন আকারে অনেক বড় হলেও স্বভাবে ছিল অনেক শান্ত ও বন্ধুসুলভ। তার মৃত্যুতে আমরা বিপর্যস্ত হয়ে পড়েছি।

চলতি বছরের ১৩ জুন কেভিনকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বিশ্বের সবচেয়ে লম্বা কুকুরের খেতাব দিয়েছিল। সে সময় কুকুরটিকে নিয়ে উলফ এক সাক্ষাৎকারও দিয়েছিলেন।

কেভিনের আগে সবচেয়ে লম্বা কুকুর ছিল ‘জিয়ুস’। ৪ পায়ে দাঁড়ানোর পর জিয়ুসের উচ্চতা হতো ৩ ফুট ৫.১৮ ইঞ্চি। ৩ বছর বয়সী জিয়ুসের মৃত্যুর পর সেই খেতাব পায় কেভিন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়