Apan Desh | আপন দেশ

ভারতের ৫২ ওষুধ অত্যন্ত নিম্নমানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ২৭ জুন ২০২৪

ভারতের ৫২ ওষুধ অত্যন্ত নিম্নমানের

ছবি: সংগৃহীত

ভারতের বহুল ব্যবহৃত ৫২টি ওষুধ অত্যন্ত নিম্নমানের। এসব ওষুধের বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটির সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধগুলোর মধ্যে থেকে ২২টি ভারতের হিমাচল প্রদেশে তৈরি হয় বলে জানিয়েছে সিডিএসসিও। নমুনা সংগ্রহ করা হয়েছিল জয়পুর, হায়দরাবাদ, ওয়াঘোড়িয়া, গুজরাটের ভাদোদরা, অন্ধ্রপ্রদেশ ও ইন্দোর থেকেও।

সূত্র জানায়, ইতোমধ্যে যেসব ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসব ওষুধ তৈরি করেছে তাদের নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে, যে ওষুধগুলোর গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে, তা বাজারজাত করা হয়ে থাকলে সেগুলো দ্রুত তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সতর্কতা জারি করা ওষুধের তালিকায় রয়েছে- ক্লোনাজেপাম ট্যাবলেট, যা খিঁচুনি ও উদ্বেগজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়; ব্যথা উপশমকারী ডাইক্লোফেনাক, অ্যান্টি-হাইপারটেনশন ড্রাগ টেলমিসার্টন, অ্যামব্রোক্সল, যা শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, ফ্লুকোনাজোল, একটি অ্যান্টিফাঙ্গাল, কিছু মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়