ছবি: সংগৃহীত
মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার অভিযোগ উঠেছে। পরিপ্রেক্ষিতে দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী ফাথিমাথ শামনাজ আলী সেলিমকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) তাকে গ্রেফতারের কথা জানায় দেশটির কর্মকর্তারা। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।
পুলিশ জানায়, প্রতিমন্ত্রী ফাথিমাথ শামনাজ আলী সেলিমকে রাজধানী মালে থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অন্য দুজনকেও তার সঙ্গে গ্রেফতার করা হয়।
তবে তাকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত কিছু না জানায়নি মালদ্বীপের পুলিশ। তদন্তের জন্য তাকে এক সপ্তাহের জন্য রিমান্ডে নেয়া হয়েছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার জন্য শামনাজকে গ্রেফতার করা হয়েছে। তবে মালদ্বীপের পুলিশ প্রতিবেদনটি নিশ্চিত না করলেও গ্রেফতারের খবর অস্বীকার করেনি।
আরও পড়ুন>> তরুণদের কাছে ‘নতি স্বীকার’ করলেন প্রেসিডেন্ট
মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে দণ্ডবিধির ধারায় কালো জাদু বা জাদুবিদ্যা ফৌজদারি অপরাধ নয়। তবুও ইসলামিক আইনের অধীনে ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। ধারণা করা হচ্ছে ইসলামিক আইনের অধীনে নারী প্রতিমন্ত্রী শামনাজের ছয়মাসের কারাদণ্ড হতে পারে।
এ দ্বীপপুঞ্জর মানুষ ব্যাপকভাবে ঐতিহ্যবাহী অনুষ্ঠান পালন করে। তাদের বিশ্বাস রয়েছে যে, তারা নানা ধরনের জাদুবিদ্যার মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে।
কালো জাদুর রীতি-নীতি পালনের অভিযোগ গত বছরের এপ্রিলে দেশটির মানাধুতে তিন প্রতিবেশীর ছুরিকাঘাতে এক নারী (৬২) নিহত হয়। দীর্ঘ পুলিশি তদন্তের পরে এ বিষয়ে দেশটির মিহারু নিউজ সাইট গত সপ্তাহে রিপোর্ট করে। তখন পুলিশ জানিয়েছিল যে, হত্যার শিকার ওই নারী জাদুবিদ্যা করেছিলেন এমন কোনো প্রমাণ খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন তারা।
এর আগে, ২০১২ সালে পুলিশ কর্মকর্তাদের ওপর ‘অভিশপ্ত মোরগ’ নিক্ষেপ করার অভিযোগে পুলিশ একটি বিরোধী রাজনৈতিক সমাবেশের ওপর দমন-পীড়ন চালিয়েছিল।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।