Apan Desh | আপন দেশ

নেপালে ভূমিধসে তিন শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ২৯ জুন ২০২৪

আপডেট: ১৭:৫১, ২৯ জুন ২০২৪

নেপালে ভূমিধসে তিন শিশুসহ নিহত ৯

ছবি: সংগৃহীত

নেপালের পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টির মধ্যে ভূমিধসে তিন শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে বজ্রপাত, বন্যা ও ভূমিধসে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুন) দেশটির গুলমি, সায়াংজা ও বাগলুং জেলায় ঘটনাগুলো ঘটেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই জানান, গুলমির মালিকা গ্রামে রাতে ভূমিধসে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখন ওই পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে ছিলেন। পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু।

আরও পড়ুন>> ইসরায়েলকে ভয়াবহ অস্ত্র ও গোলা দিচ্ছে যুক্তরাষ্ট্র 

এর আগে সায়াংজায় ভূমিধসে আরেকটি বাড়ি ধসে পড়ে। এখানে এক মা, তার তিন বছর বয়সী শিশু নিহত হন। আর গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসে দুইজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, জুনের মাঝামাঝি থেকে নেপালে বৃষ্টির মৌসুম শুরু হয়েছে। তারপর থেকে বজ্রপাত, বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টি সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকে। বৃষ্টির মৌসুমে হিমালায় কোলের দেশ নেপালে ভূমিধস ও হড়কা বান একটি নিয়মিত ঘটনা। এতে প্রতি বছরই দেশটিতে শত শত মানুষ মারা যান।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়