ছবি: সংগৃহীত
ইরানের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীদের কেউই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ফলে দেশটিতে রান-অফ ভোট অনুষ্ঠিত হবে। আগামী ৫ জুলাই এ ভোট অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দেশটির নতুন প্রেসিডেন্টকে খুঁজে নেবে ইরান।
শনিবার (২৯ জুন) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যুর পর পর পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে মাঠে নেমেছেন চার প্রার্থী। তাদের মধ্যে শুধু একজন মধ্যপন্থি এবং বাকি তিনজন কট্টরপন্থি। তবে শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে কোন প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পাননি।
মন্ত্রণালয়ের প্রকাশিত অস্থায়ী ফলাফল অনুসারে, ২ কোটি ৪০ লাখের বেশি ভোট গণনা শেষে দেখা গেছে, মধ্যপন্থি আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান এক কোটিরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। ৯০ লাখ ৪০ হাজার ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন কট্টরপন্থি কূটনীতিক সাঈদ জালিলি।
ইরানের মূল ক্ষমতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-খোমেনির হাতেই নিহিত। তাই প্রেসিডেন্ট যে-ই হোক না কেন, এতে ইরানের পারমাণবিক কর্মসূচি বা মধ্যপ্রাচ্যজুড়ে সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থনের বিষয়ে বড় কোনও নীতিগত পরিবর্তন হবে না। তবে প্রেসিডেন্ট যেহেতু সরকার পরিচালনা করেন, তাই ইরানের নীতির সুরকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন তিনি।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।