ছবি: সংগৃহীত
গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। দেশটির ইসরায়েলি সেনাদের বর্বর হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ছাঁড়াল ৩৭ হাজার ৮৩০।
সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ২২৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩৭ হাজার ৮৩৪ জনে পৌঁছেছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৮৬ হাজার ৮৫৮ জন।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব উত্থাপন হয়। তা সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এ ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজায় অবিরাম হামলা চালাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত। এ ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।