Apan Desh | আপন দেশ

ছত্তিশগড়ে যৌথবাহিনীর গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ৪ জুলাই ২০২৪

আপডেট: ১৪:৪৪, ৪ জুলাই ২০২৪

ছত্তিশগড়ে যৌথবাহিনীর গুলিতে নিহত ৫

ছবি: সংগৃহীত

ফের ভারতের ছত্তিশগড়ে জঙ্গলে মাওবাদী-নিরাপত্তাবাহিনী সংঘর্ষ। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে নিষিদ্ধ সংগঠন সিপিআইএমএল (মাওবাদী)-র অন্তত পাঁচ সদস্যের। মঙ্গলবার রাতের সংঘর্ষে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র এবং বিস্ফোরক।

ছত্তিশগড় পুলিশ জানায়, যৌথবাহিনীর কাছে খবর ছিল অবুঝমাঢ়ের জঙ্গলে মাওবাদী উপস্থিতি রয়েছে। পরিকল্পনা করেই অভিযান চালানো হয়েছিল মঙ্গলবার। নিহতেরা মাওবাদীদের সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র ‘১ নম্বর কোম্পানি’র সদস্য। নিহতদের কাছ থেকে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে।

আরও পড়ুন<<>>অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ফিলিস্তিনপন্থী ব্যানার

গত ২৩ জুন নকশাল অধ্যুষিত ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় নিহত হন ২ সিআরপিএফ জওয়ান। জওয়ানদের যাতায়াতের পথে আইইডি বিস্ফোরক বিছিয়ে রেখেছিল মাওবাদীরা। সেখান থেকে যাওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে সিআরপিএফের কনভয়ে। এতেই মৃত্যু দুই জওয়ানের। এর পরই নতুন করে মাওবাদী দমনে সক্রিয় পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী।

৩০ জুন থেকে কোহকামেটা, সোনপুর, ইরাকভাট্টি এবং মোহন্দি-সহ নারায়ণপুরের বিভিন্ন থানা এবং ক্যাম্প থেকে মাওবাদী বিরোধী অভিযান শুরু হয়েছিল।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়