Apan Desh | আপন দেশ

আরাকান আর্মি রাখাইনে জান্তার শেষ ঘাঁটি ঘিরে ফেলেছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ৪ জুলাই ২০২৪

আপডেট: ১৯:৪৫, ৪ জুলাই ২০২৪

আরাকান আর্মি রাখাইনে জান্তার শেষ ঘাঁটি ঘিরে ফেলেছে

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু উত্তর ও দক্ষিণে সীমান্তরক্ষী পুলিশ ঘাঁটিসহ সব সামরিক অবস্থান দখল করে নিয়েছে আরাকান আর্মি। এখন শহরে জান্তার শেষ ঘাঁটি ঘিরে ফেলেছে গোষ্ঠীটি। বৃহস্পতিবার (৪ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতীর এক প্রতিবেদন এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ মুহূর্তে শুধুমাত্র মংডু শহরে মায়ো থুগি ওয়ার্ডের বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন ৫-এ জান্তা বাহিনীর উপস্থিতি রয়েছে। এছাড়া শহরেও কিছু জান্তা সেনা রয়েছে। সীমান্তরক্ষী পুলিশ ঘাঁটিটির নিয়ন্ত্রণে ব্যাপক লড়াই চলছে।

সূত্র জানিয়েছে, আরাকান আর্মি বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন ৫ অবরোধ করে রেখেছে। শহরে একটি স্নাইপার ইউনিট এবং আরও কিছু যোদ্ধা মোতায়েন করেছে।
 
আরাকান আর্মি বাসিন্দাদের উদ্ধারের সঙ্গে সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন ৫ আর্টিলারির সহায়তা নিয়ে ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে জান্তা সেনারা।

আরাকান আর্মি রাখাইনের থান্ডওয়ে শহরও দখলে নিতে যাচ্ছে। তাদের হাতে শুধুমাত্র একটি পদাতিক ব্যাটালিয়ন পরাজিত হতে বাকি আছে। গত বছরের নভেম্বরে আক্রমণ শুরু করার পর থেকে রাখাইন রাজ্যের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ নিয়েছে আরকান আর্মি।
 
এদিকে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের রাজধানী লাশিওতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে। রাজধানীর ৫টি সামরিক ঘাঁটিতে একযোগে আক্রমণ চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংগঠন থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স।
 
শান রাজ্যের রাজধানী দখলের জন্য কয়েকদিন থেকেই আক্রমণ চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। পাল্টা হামলা চালাচ্ছে সেনাবাহিনীও। বুধবার (৩ জুলাই) সকালে একটি বাড়িতে বোমার আঘাতে দুই শিশুসহ একটি পরিবারের ছয় সদস্য নিহত হয়েছে। সংঘর্ষের কারণে উত্তরাঞ্চলীয় শানের রাজধানীতে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। 

আপন দেশ/এমবি/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়