Apan Desh | আপন দেশ

চালক পুতিনের গাড়িতে যাত্রী মোদী!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫, ১০ জুলাই ২০২৪

আপডেট: ১৭:১৯, ১০ জুলাই ২০২৪

চালক পুতিনের গাড়িতে যাত্রী মোদী!

ছবি: সংগৃহীত

গাড়ি চালাচ্ছেন পুতিন। পাশে বসে আছেন ভারতীয় বন্ধু নরেন্দ্র মোদী। দেখলে মনে হবে যেন ছেলেবেলার খেলার সাথীর সাথে খুনসুটি করছেন পুতিন। বিদ্যুতচালিত গাড়িটি চালিয়ে নিজের বাড়িঘর ঘুরিয়ে দেখাচ্ছেন পুতিন। পুতিনের গাড়ি চালানোর স্টাইল এরইমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চলছে তুমুল আলোচনা।

তৃতীয় দফায় সরকার গঠনের পর দু’দিনের সফরে রাশিয়ায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (৯ জুলাই) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় নৈশভোজ সেরেছেন পুতিন। শুধু তাই নয়, বিদ্যুৎচালিত গাড়িতে বসিয়ে মোদীকে তার বাসভবনের বাইরের চারপাশ ঘুরিয়ে দেখালেন পুতিন। গাড়ির চালক পুতিন নিজেই। তার পাশে সামনের আসনেই বসেছিলেন মোদী।

ভিডিওতে দেখা গেছে, বিদ্যুৎচালিত গাড়ি ধীর গতিতে চালাচ্ছেন পুতিন। গাড়ি চালাতে চালাতে মোদীর সঙ্গে কথাও বলেছেন তিনি। বাসভবনের আশপাশের এলাকা প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে দেখাচ্ছেন পুতিন। তারপর গাড়ি থামিয়ে সেখানেই নেমে পড়েন দু’জনে। গাড়ি থেকে নামার পর খোশমেজাজে গল্প করতে করতে হাঁটতে দেখা গেল মোদী এবং পুতিনকে।

অন্য সময় মোদী এবং পুতিনকে দোভাষীর সাহায্যেই একে অপরের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। কিন্তু গাড়িতে নেমে বেশ খানিকটা সময় তাদের পাশে ছিলনা কোনও তৃতীয় ব্যক্তি। পাশাপাশি বিভিন্ন দুই দেশের পতাকাবাহী ঘোড়দৌড়ও উপভোগ করেন তারা।

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার উপর বহু বিধিনিষেধ আরোপ করেছিল আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়া। তবে ভারত প্রকাশ্যে রাশিয়ার বিরোধিতা করেনি। এর মাঝে মোদীর এ সফরের আলাদা তাৎপর্য আছে আন্তর্জাতিক মহলে, মনে করছেন বিশেষজ্ঞেরা।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়