Apan Desh | আপন দেশ

কলকাতায় বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৩, ১১ জুলাই ২০২৪

আপডেট: ২২:১৩, ১১ জুলাই ২০২৪

কলকাতায় বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

মো. দাউদ হোসেন

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের নাম মো. দাউদ হোসেন (২৩)। তিনি চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন। শহরের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বুধবার (৯ জুলাই) কলকাতার সায়েন্স সিটি সেনগুপ্ত মেট্রো স্টেশনের পাশের একটি জলাশয়ে দাউদ হোসেনের মরদেহ পাওয়া যায়। তিনি বাংলাদেশের মিরপুরের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দাউদ হোসেন কলকাতার নিউমার্কেটের একটি হোটেলে অবস্থান করছিলেন। পুলিশ জানতে পেরেছে তার মানসিক অসুস্থতা রয়েছে। চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন। পুলিশের অনুমান, ওই যুবক আত্মহত্যা করেছেন। কারণ তাকে ওই জলাশয়ে ঝাঁপ দিতে দেখা গেছে। স্থানীয়রা সে দৃশ্য দেখতে পান। পরে পুলিশকে জানান।

স্থানীয়দের সাহায্যে পুলিশ জলাশয় থেকে তাকে উদ্ধার করে। পরে এনআরএস হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। অবশ্য তার কাছ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দাবাজার বলছে, কলকাতার বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের একটি জলাশয়ে ওই যুবকের মরদেহ পড়ে ছিল। তাকে বাংলাদেশি হিসাবে শনাক্ত করে পুলিশ। কী ভাবে ওই এলাকায় গেলেন। কী ভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে মৃত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাংলাদেশে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

আপন দেশ/কেএইচ/এমবি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়