Apan Desh | আপন দেশ

ফেসবুক-ইনস্টাগ্রাম ফিরে পেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ১৩ জুলাই ২০২৪

ফেসবুক-ইনস্টাগ্রাম ফিরে পেলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিধিনিষেধ তুলে নিয়েছে মেটা। শুক্রবার (১২ জুলাই) সোশ্যাল মিডিয়া দুটির ‍মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়টি নিশ্চিত করেছে।

মেটার ব্লগ পোস্টের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে মনোনীত প্রার্থী। নির্বাচনে প্রার্থী হিসেবে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর উচ্চতর স্থগিতাদেশের শাস্তির অধীন হবেন না তিনি।
 
মেটা এক ব্লগ পোস্টে জানায়, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতার জন্য এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনীতদের মতামত জানার অধিকার সাধারণ জনগণের রয়েছে।
 
এতে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরাও আর সব ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মত একই কমিউনিটি স্ট্যান্ডার্ডের অধীন থাকবেন।
 
গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেনাল্ড ট্রাম্প পরাজিত হন। ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এলাকা ক্যাপিটল হিলে ভাঙচুর করে। এতে তিনি সোশ্যাল মিডিয়ায় সহিংসতায় জড়িত ব্যক্তিদের উসকানি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে মেটা ট্রাম্পের সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
 
২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে মেটা ট্রাম্পের অ্যাকাউন্ট আবারও সক্রিয় করলেও নিষেধাজ্ঞা বহাল ছিল। অবশেষে সে নিষেধাজ্ঞাও তুলে নেয়া হলো।
 
ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়াও এক্স (সাবেক টুইটার) ও ইউটিউব থেকেও ট্রাম্পের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পরে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে মতপ্রকাশ করতে থাকেন।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়