Apan Desh | আপন দেশ

কানাডার পর্যটন শহর পুড়ছে দাবানলে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ২৬ জুলাই ২০২৪

আপডেট: ১৪:২৭, ২৬ জুলাই ২০২৪

কানাডার পর্যটন শহর পুড়ছে দাবানলে

ছবি: সংগৃহীত

বিধ্বংসী দাবানল ছড়িয়ে পড়েছে কানাডার পর্যটন শহর জ্যাসপারে। আগুনের তাণ্ডবে শহরটির ভেতরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সেখান থেকে অন্তত ২৫ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

জ্যাসপারে দাবানলে আগুনের শিখা ৪০০ ফুট উচ্চতায় উঠেছে। মিনিটে ১৫ মিটার বেগে ছড়িয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এপি। 

স্থানীয় কর্মকর্তারা জানান, জ্যাসপার ন্যাশনাল পার্কে ছড়িয়ে পড়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। মূলত কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া ও আলবার্টায় শত শত দাবানল ছড়িয়ে পড়েছে। এছাড়া ব্রিটিশ কলাম্বিয়ায় অন্তত চারশ ও প্রতিবেশী আলবার্টা প্রদেশের ১৭৬ স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। 

আলবার্টার এরইমধ্যে প্রায় এক হাজার ৯০০ ফায়ার ফাইটার্স মোতায়েন করা হয়েছে। 

আগুনের হাত থেকে শহরের স্থাপনাগুলো রক্ষায় দমকল কর্মীরা কাজ করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে সাহায্যের জন্য এগিয়ে আসার জন্য মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক দমকল কর্মীদের ধন্যবাদ জানান ট্রুডো।

এর আগে গত সপ্তাহে জ্যাসপারে প্রথম আগুন ছড়িয়ে পড়ে। শহরটির মেয়র রিচার্ড আয়ারল্যান্ড বলেছেন, এই দাবানল এখন ভয়াবহ আকার ধারণ করেছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়