Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় ২২ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬, ২৭ জুলাই ২০২৪

মালয়েশিয়ায় ২২ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ২২ বাংলাদেশিসহ ৫৯ জন অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। কুয়ালালামপুর ও সেলাঙ্গরে থেকে অভিবাসীদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ। কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, অনুমতিপত্র, পরিচয়পত্র ছাড়া কাজ করার অভিযোগ পাওয়া যায়। শুক্রবার (২৬ জুলাই) কুয়ালালামপুরের কমপ্লেক্স দামাই এলাকা থেকে ৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। এ ছাড়া বৃহস্পতিবার (২৫ জুলাই) সেলাঙ্গরের ক্লাং উপত্যকায় অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়। 

আটকদের মধ্যে ২২ বাংলাদেশি, নেপালি, ভারতীয়, পাকিস্তানি এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। মালয়েশিয়ায় বৈধ পাসপোর্ট না থাকা এবং পাসপোর্টের শর্ত মেনে চলতে ব্যর্থ হয় তারা। ৩০ থেকে ৬০ বছর বয়সী আটকদের ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

আটক অবৈধ অভিবাসীরা হকার, মুদি দোকানের কর্মী, রেস্তোরাঁর কর্মী এবং গাড়ির ওয়ার্কশপের কর্মী হিসেবে কাজ করতেন।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়