Apan Desh | আপন দেশ

ত্রিপুরায় ২৩ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩, ২৮ জুলাই ২০২৪

ত্রিপুরায় ২৩ বাংলাদেশি গ্রেফতার

ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যে একসঙ্গে ২৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৮ জুলাই) রাতে আগরতলা স্টেশন চত্বর থেকে ওই ২৩ বাংলাদেশিকে গ্রেফতার করে ত্রিপুরা রেলওয়ে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন দালালও রয়েছেন।

প্রাথমিকভাবে জিআরপি সূত্রের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, গ্রেফতার ২৩ জনই বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। কী কারণে তারা ত্রিপুরায় এসেছিলেন, তাদের গতিবিধি কী ছিল, সেসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, ওই ২৩ বাংলাদেশি নাগরিক একসঙ্গে কী করছিলেন, এর সঙ্গে আরও বড় কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলাবাহিনী। গ্রেফতারকৃতদের বেশির ভাগের বয়স ত্রিশ বছরের নিচে। তাদের মধ্যে ১৯ বছর বয়সী কয়েক জন যুবকও রয়েছেন।

আগরতলা স্টেশন চত্বর থেকে মোহাম্মদ সেলিম রেজা নামের যে দালালকে গ্রেফতার করা হয়েছে, তার বয়সও ২৭ বছর।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়