ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো (বাঁয়ে) ও বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া।
ভেনেজুয়েলায় রোববারের (২৮ জুলাই) প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া ৭০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এমন দাবি করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।
মারিয়া বলেন, পুরো বিশ্বকে আমরা এটা জানাতে চাই যে প্রতিটি সেক্টরে, দেশের প্রতিটি রাজ্যে আমরা জয়ী হয়েছি। আমরা জানি যে আজ কী ঘটেছে। আমরা যেসব তথ্য পেয়েছি, এটা নিশ্চিত করতে চাই, যে ফলাফল এসেছে, সেটা অকাট্য।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।