Apan Desh | আপন দেশ

তিস্তা চুক্তি মানব না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ৩০ জুলাই ২০২৪

আপডেট: ১৩:৫৫, ৩০ জুলাই ২০২৪

তিস্তা চুক্তি মানব না: মমতা

ফাইল ছবি

তিস্তার পানি প্রসঙ্গে অনড় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ভাবেই দেশটির কেন্দ্রের বক্তব্যকে মানতে চাইছেন না৷

সোমবার (২৯ জুলাই) রাজ্য বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সমালোচনা করেন। রীতিমতো আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, উত্তরবঙ্গের বন্যা, তিস্তা, ভুটানের বন্যা, একাধিক বিষয়ে বিঁধেছেন মুখ্যমন্ত্রী।

ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে আরও জানানো হয়, এদিন আরও একবার তিস্তার জল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, তিস্তায় জল আছে? ১৪ টা হাইডেল পাওয়ার পাম্প আছে। কালিম্পং, আপার শিলিগুড়ি যখন ভেসে যায়। তখন কি কেন্দ্র চোখ বন্ধ করে বসেছিল?

তিনি আরও বলেন, আগেই সিকিম তিস্তার অনেক জল নিয়ে নিয়েছে। তাতে জল কমে গিয়েছে। গাছ কাটা হল। তখনই সতর্ক হওয়া দরকার ছিল। এখন আবার বাংলাদেশ। ওরা আমাদের ভাই বোনের মতো, ঘনিষ্ঠ সম্পর্ক। ওদের আমরা ভালোবাসি। কিন্তু জল দিয়ে দিলে উত্তরবঙ্গের মানুষ ভুগবে।

বিধানসভায় জোর গলায় মুখ্যমন্ত্রী বলেন,বাংলার স্বার্থ আপস করে আমি কোনও চুক্তিতে যেতে পারব না। কে আমায় ভোট দিল, কে দিল না, আমি জানি না। সরকারের প্রতি মানুষের প্রত্যাশা থাকবে। সেখান থেকেই এ কাজ আমি করব। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কেন্দ্র এ নিয়ে কথা তুলল কী করে? আমার নাকের ডগা দিয়ে জল কেটে নিয়ে যাবে। আর আমি নাকের জল, চোখের জলে এক হব? আমি মানব না- এ মন্তব্যও করেছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গকে না জানিয়ে তিস্তা চুক্তি নিয়ে কথা বলেছে কেন্দ্র সরকার। এদিনও এ দাবি করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই তিস্তার জল বাংলাদেশকে দিতে আপত্তি জানাচ্ছেন।

সোমবার মুখ্যমন্ত্রী বলেন,তিস্তায় ভারী বৃষ্টির জন্য বন্যা হয়। অথচ এটা রাজ্যের নদী নয়। বাইরের জন্য আমাদের সাফার করতে হয়। উত্তরবঙ্গ সাফার করে। কেন্দ্রের তরফে কোনও তথ্য দেয় না।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়