Apan Desh | আপন দেশ

সীমান্তে ‘স্মার্ট ফেন্স’ বসাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪, ১০ আগস্ট ২০২৪

সীমান্তে ‘স্মার্ট ফেন্স’ বসাচ্ছে ভারত

ছবি: আপন দেশ

অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্তে উন্নতমানের ‘স্মার্ট ফেন্স’ বসাচ্ছে ভারত। কাঁটাতারের বদলে পশ্চিমবঙ্গের বেশকিছু জায়গায় মজবুত বেড়া বসানোর তোড়জোড় চলছে।

কর্তৃপক্ষ বলছে, অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি নাগরিকদের নিরাপত্তায় নেয়া হয়েছে এ পদক্ষেপ। প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার বিস্তৃত বাংলাদেশ-ভারত সীমান্ত। পশ্চিমবঙ্গে ৯৩৮ কিলোমিটার বাদে ত্রিপুরা, আসাম ও মেঘালয়ের সঙ্গেও ২ দেশের সীমান্ত রয়েছে।

কিছুদিন ধরেই সীমান্ত ঘিরে ভারতের তৎপরতা চোখে পড়ার মতো। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বেশ কিছু জায়গায় ‘স্মার্ট ফেন্সিং’ সিস্টেম বসানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

জলপাইগুড়ির ধরধরা সীমান্তে কাঁটাতারের বেড়ার পরিবর্তে মজবুত ও অধিক উচ্চতার ‘স্মার্ট ফেন্স’ বসানো শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এতে অনুপ্রবেশ কমার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

এর আগে, বাংলাদেশ-ভারত সীমান্তের ওপর নজর রাখতে বিএসএফ’র কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়