Apan Desh | আপন দেশ

মিয়ানমারে ড্রোন হামলায় বহু রোহিঙ্গা নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৪, ১০ আগস্ট ২০২৪

মিয়ানমারে ড্রোন হামলায় বহু রোহিঙ্গা নিহত

ফাইল ছবি

মিয়ানমারে সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসার সময় ড্রোন হামলায় বহু রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী-শিশুরাও রয়েছে। হামলার পর পরিবারের সদস্যদের খুঁজছিলেন বহু মানুষ।

প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, সোমবার (৫ আগস্ট) এসব রোহিঙ্গার ওপর ড্রোন হামলা ঘটনা ঘটে। তারা মিয়ানমারে সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসছিলেন। এ হামলার জন্য আরাকান আর্মি দায়ী। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। প্রাণঘাতী এ হামলার জন্য আরাকান আর্মি এবং মিয়ানমারের সামরিক বাহিনী পাল্টাপাল্টি দোষারোপ করেছে। হামলায় ঠিক কতজন মারা গেছেন এবং এর জন্য কারা দায়ী, তা সঠিকভাবে জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাদার ভেতর অসংখ্য মরদেহ পড়ে রয়েছে। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের স্যুটকেস ও ব্যাগগুলো।

তিনজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, হামলায় দুই শতাধিক মানুষ মারা গেছেন। আরেক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি অন্তত ৭০টি মরদেহ দেখেছেন।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়