ছবি: সংগৃহীত
হামাস ও হিজবুল্লাহ নেতা হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এ প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে একটি মিসাইল সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া একটি বিমানবাহী রণতরীও মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন।
রোববার ( ১১ আগস্ট) সন্ধ্যায় এ নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। অস্টিন এবং ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে টেলিফোনে আলোচনার পরই এ পদক্ষেপ নেয়া হয়।
লয়েড অস্টিন জানান, যেকোনো আক্রমণ থেকে ইসরাইলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সংকল্পবদ্ধ। ইরানের হামলা থেকে ইসরাইলকে সহায়তায় সম্ভাব্য সব পদক্ষেপ নেবে ওয়াশিংটন।
৩১ জুলাই হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে ইসরাইলকে দায়ী করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেয় ইরান। ইসরাইল দায় স্বীকার না করলেও তেলআবিব এতে জড়িত বলে অভিযোগ ওঠে।
আপন দেশ/কেএইচ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।