Apan Desh | আপন দেশ

অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বললো জাতিসংঘ

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ১৩ আগস্ট ২০২৪

অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বললো জাতিসংঘ

ছবি: সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপরই আলোচনা শুরু হয়েছে, এ সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে। বাংলাদেশের সংবিধান কিংবা কোনো আইনে এ সরকার ও এর মেয়াদ সম্পর্কে কিছু বলা না থাকায় এ নিয়ে আলোচনা বেশি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছে জাতিসংঘ।

সোমবার (১২ আগস্ট) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হককে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে মেয়াদ প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক। 

সাংবাদিকের প্রশ্ন ছিল- বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, কার্যকর অর্থনীতি, গণতন্ত্র, আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে কতদিন বহাল থাকতে পারে। সে বিষয়ে জাতিসংঘের অনুমান কি?  
 
জবাবে মহাসচিবের উপমুখপাত্র বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি, সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে। গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে।
 
এরপর জানতে চাওয়া হয়, আন্দোলনের সময় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরও অনেক গণমাধ্যম অফিস ও সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষেও লুটপাট করা হয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের কোনো মন্তব্য বা বিবৃতি আছে কিনা? 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়