ছবি: সংগৃহীত
নারী চিকিৎসককে ধর্ষণের প্রতিবাদে এখন উত্তাল গোটা ভারত। বিক্ষোভ চলছে কলকাতায়। ভারতের অন্যান্য শহরেও এ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ হচ্ছে। যে প্রতিবাদে যোগ দিয়েছেন ভারতের ক্রিকেটাররাও।
কলকাতার দাদা খ্যাত সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এ ঘটনার কঠোর সমালোচনা করেছেন। আরজি করের ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় ঘটনা বলে অভিহিত করেছেন তিনি। সে সঙ্গে এ ধরনের অপরাধের কোনো অজুহাত নেই বলে প্রশাসনকে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, গত কয়েক বছরে কিছুই পরিবর্তন হয়নি! যা ঘটেছে তা শোনার পর থেকে আমি আক্ষরিক অর্থেই বিধ্বস্ত হয়ে পড়েছি। নারীর ন্যায়বিচার নিশ্চিত হোক।
এর আগে ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণের খবরের ছবি পাশাপাশি বসিয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ সিরাজ। তিনি লিখেছেন, এবার কী অজুহাত দিবেন? এখানেও কি সেই মেয়েটার দোষ? কারণ পুরুষ তো পুরুষই থাকবে, তাই না?
এর আগে প্রতিবাদে সরব হয়েছিলেন বুমরাহ। বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেত্রী আলিয়া ভাটের একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি বলেন, নারীর পথ বদলে দেয়া নয়, জোর দিতে হবে পরিবেশ বদলে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।