ছবি: সংগৃহীত
বিরোধী শিবিরের জেলবন্দি সাংসদের সাংবিধানিক সুরক্ষা কবচ কেড়ে নেয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড তুরস্কের পার্লামেন্টে।
শুক্রবার (১৬ আগস্ট) একে ওপরের সঙ্গে বচসায় জড়ান শাসক ও বিরোধী দলের আইন প্রণেতারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে হাতাহাতি শুরু হয়ে যায়। চুল ধরে টানাটানি, ঘুসি, লাথি কোনও কিছুই বাদ যায়নি। অধিবেশন চলাকালীন প্রায় ৩০ মিনিট ধরে চলে এ মারামারি। এতে অন্তত দুইজন আইনপ্রণেতা আহত হয়েছেন। এক পর্যায়ে বাধ্য হয়ে অধিবেশন ৪৫ মিনিটের জন্য স্থগিত ঘোষণা করা হয়।
কারাগারে বন্দি বিরোধী রাজনীতিবিদ ক্যান আতালে ও তার চেম্বারে প্রত্যাবর্তন নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের ওই অধিবেশন ডাকা হয়েছিল। গত বছর সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে ক্যান আতালে নামের ওই আইনজীবীকে কারাদণ্ড দেয়া হয়। তবে জেলবন্দি অবস্থাতেই নির্বাচনে লড়েন তিনি।
ভোটে জিতে সংসদ সদস্যও নির্বাচিত হন। তবে সংসদে এদিন ক্যানের সুরক্ষা কবচ কেড়ে নেয়ার সিদ্ধান্ত ঘিরে তর্কাতর্কি শুরু হয়।
ওই অধিবেশন চলাকালীন ওয়ার্কার্স পার্টি অব তুর্কির (টিআইপি) নেতা আহমেত সিক কথা বলছিলেন। সে সময় ক্ষমতাসীন একে পার্টির এমপি আলপায় ওজালান তাকে বাধা দিতে গেলে শুরু হয় হাতাহাতি। এ হাতাহাতির কড়া নিন্দা জানিয়েছেন শাসক দল একেপি-র প্রধান ওজগার ওজেল।
ওজগার ওজেল জানান, এ পরিস্থিতির সাক্ষী হিসাবে আমি খুব লজ্জিত বোধ করছি। সংসদ ভবনের ভিতরে এ বেনজির ঘটনায় নিন্দা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।