Apan Desh | আপন দেশ

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত ইসরাইল: ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ২০ আগস্ট ২০২৪

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত ইসরাইল: ব্লিঙ্কেন

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় একটি যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেয়া নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরাইল। একথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। একই সঙ্গে তিনি হামাসকে এ চুক্তি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (১৯ আগস্ট) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তেল আবিবে ব্লিঙ্কেন বলেন, যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আমার কার্যকর আলাপ হয়েছে। নেয়ানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা তিনি মেনে নিচ্ছেন। এখন হামাস তা মেনে নিলেই এ অঞ্চলে আর যুদ্ধ থাকবে না।
 
অ্যান্টনি ব্লিঙ্কেন আরও বলেন, ইসরাইলের বন্দিদের মুক্তি দিয়ে গাজায় ফিলিস্তিনিদের স্বস্তি ফেরানোর বিষয়টি এখন হামাসের উপর নির্ভর করছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়