ছবি : সংগৃহীত
ভারতে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের দুই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। স্কুলের এক পুরুষ পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের একজনের বয়স ৩ ও আরেকজনের ৪ বছর। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার বাদলাপুরে। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে বাদলাপুর রেলস্টেশনে বিক্ষোভ করেন তারা। স্থানীয় বাসিন্দারা বাদলাপুর রেলওয়ে স্টেশনে মুম্বাই রেলপথ অবরোধ করায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, স্কুলটিতে মেয়ে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার করার সময় সহায়তা করার জন্য কোনো নারী পরিচারিকা ছিল না। ঘটনার দিন শিক্ষার্থীরা টয়লেট ব্যবহার করতে গেলে সেখানে তাদের সঙ্গে যৌন নির্যাতন করে পরিচ্ছন্নতাকর্মী ২৩ বছরের অক্ষয় শিন্ডে। ১২ আগস্ট তারা এ নির্যাতনের কথা তাদের অভিভাবকদের জানায়। অভিভাবকরা মেয়েদের স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেন। এরপর ১৬ আগস্ট অভিভাবকরা স্কুলে গিয়ে প্রতিবাদ জানালে অভিযুক্তকে পরের দিন গ্রেফতার করা হয়।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অভিযুক্তদের বিরুদ্ধে যৌন অপরাধ আইনের অধীনে ধর্ষণচেষ্টার অভিযোগ আনতে বলেন। তিনি একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়ে মামলাটি দ্রুত বিচারের নির্দেশ দেন। সূত্র: ইন্ডিয়া টুডে
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।