Apan Desh | আপন দেশ

ভারতে ৮ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ২০ আগস্ট ২০২৪

আপডেট: ২২:১৭, ২০ আগস্ট ২০২৪

ভারতে ৮ বাংলাদেশি আটক

প্রতীকী ছবি

ভারতের পৃথক স্থান থেকে অন্তত ৮ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। মহারাষ্ট্রের থানে ও আসামের করিমগঞ্জ জেলা থেকে তাদের আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মহারাষ্ট্রের থানে জেলায় অবৈধভাবে অবস্থানের অভিযোগে পাঁচ বাংলাদেশি নারীকে আটক করেছে পুলিশ। আটকের সময় তাদের কাছে বৈধ কোনও নথি পাওয়া যায়নি। মীরা ভায়ান্দর-ভাসাই ভিরারের মানবপাচার বিরোধী সেল এ পদক্ষেপ গ্রহণ করেছে।

পুলিশ জানিয়েছে, পাসপোর্ট ও ফরেইনারস অ্যাক্টের আওতায় মীরা রোড ও নয়ানগর থানায় তাদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। আটক পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত চলছে। 

এদিকে, মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে আসাম পুলিশ তিন বাংলাদেশিকে আটক করেছে। পরে তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আসামে আটককৃতরা বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা এবং কাজের সন্ধানে চেন্নাই যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা।

রাজ্যের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ত্রিপুরা লাগোয়া আন্তঃরাজ্য সীমান্ত দিয়ে আসামের করিমগঞ্জ জেলায় প্রবেশের চেষ্টা করার সময় আটক হয়েছেন ওই তিন বাংলাদেশি। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়