Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-ভারত-থাইল্যান্ডে বন্যায় মৃত্যু ২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৭, ২২ আগস্ট ২০২৪

আপডেট: ২০:১৯, ২২ আগস্ট ২০২৪

বাংলাদেশ-ভারত-থাইল্যান্ডে বন্যায় মৃত্যু ২০

ছবি : সংগৃহীত

বাংলাদেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা, প্রতিবেশি ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং থাইল্যান্ডের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। তিন দেশের বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে তলিয়ে যাওয়ায় লাখ লাখ মানুষ আটকা পড়েছেন। স্থানীয় উদ্ধারকারী দলের সদস্যরা ভুক্তভোগীদের উদ্ধারে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) ফরাসি বার্তা সংস্থা এএফপি ও মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত কয়েকদিন ধরে রেকর্ড ভারী বৃষ্টিপাত চলছে। ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বুধবার পর্যন্ত কেবল এ রাজ্যেই প্রাণহানি ঘটেছে অন্তত ১১ জনের। এছাড়া হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন। এছাড়া এখনও লাখ লাখ মানুষ বন্যায় আটকা রয়েছেন। বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। একই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলাতেও।

ত্রিপুরায় নিহত ১১ জনের মধ্যে অন্তত সাতজন পানির স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন। আর বাকি ৪জনের প্রাণ গেছে ভূমিধসে। মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানি লোকালয়ে ঢুকে আকস্মিক বন্যা তৈরি হওয়ায় বাংলাদেশেও ৪ জন নিহত হয়েছেন।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে মৌসুমী ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। দেশটিতে বন্যায় ২ হাজার হেক্টরের বেশি কৃষিজমি প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার থাইল্যান্ডের সরকারি কর্মকর্তারা বলেছেন, বন্যায় হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়