Apan Desh | আপন দেশ

নেপালে বাস দুর্ঘটনায় ৪১ ভারতীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ২৪ আগস্ট ২০২৪

নেপালে বাস দুর্ঘটনায় ৪১ ভারতীয় নিহত

নেপালের তানাহুন জেলায় ভারতীয় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়েছে। ছবি: সংগৃহীত

নেপালের তানাহুন জেলায় ভারতীয় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। শুক্রবার (২৩ আগস্ট) এ দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মহারাষ্ট্র অঙ্গরাজ্যের সরকারের মন্ত্রী গিরীশ মহাজন।

গিরীশ মহাজনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নেপালের তানাহুন জেলায় ভারতীয় পর্যটকবাহী একটি বাস রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাচ্ছিল। এ সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মারসিয়াংদি নদীতে পড়ে যায়।

গিরীশ মহাজন সংবাদ সম্মেলনে বলেন, নদী থেকে এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন তা এখনও স্পষ্ট জানা যায়নি। 

যাত্রীদের সবাই ভারতীয় নাগরিক এবং অধিকাংশই মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়