ছবি: সংগৃহীত
ইউক্রেনের জন্য নতুন করে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে বাইডেনের আলোচনার পরই এ সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়।
এদিন শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও ইউক্রেনীয় প্রতিরক্ষমন্ত্রী রুস্তম উমারভের সঙ্গে কথা বলেন।
সামাজিক মাধ্যমে অস্টিন বলেন, কিয়েভের জন্য নতুন করে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র।
শনিবার (২৪ আগষ্ট) ইউক্রেনের স্বাধীনতা দিবস। এর আগের দিন শুক্রবার সামরিক সহায়তার এ ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এ দিনই বাইডেন ও অস্টিন টেলিফোন কলগুলো করেন।
জেলেনস্কির সঙ্গে ফোনালাপে বাইডেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেইনের প্রতি ওয়াশিংটনের এ সমর্থন ‘দ্বিধাহীন’ বলে উল্লেখ করেছে হোয়াইট হাউজ।
এক বিবৃতিতে সামরিক সহায়তার ঘোষণা দিয়ে বাইডেন বলেছেন, এ সংঘাতে রাশিয়া বিজয়ী হবে না। ইউক্রেনের স্বাধীন জনগণ বিজয়ী হবে। যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্র ও অংশীদাররা প্রতিটি পদক্ষেপে তাদের পাশে দাঁড়াবে।
পরে মার্কিন প্রতিরক্ষা দফতর বলেছে, যুক্তরাষ্ট্র নতুন যে সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে তার পরিমাণ ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা দিয়ে ইউক্রেনের অতি জরুরি প্রয়োজন মোকাবেলা করা যাবে।
এদিকে সহায়তা প্যাকেজ ঘোষণার পর একে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, বিশেষ করে বিমান প্রতিরক্ষার জরুরি প্রয়োজন ছিল।
উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর থেকে ওয়াশিংটন এ পর্যন্ত কিয়েভে ৫ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারেরও বেশি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।