Apan Desh | আপন দেশ

২২ আরোহী নিয়ে রুশ হেলিকপ্টার নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১, ৩১ আগস্ট ২০২৪

২২ আরোহী নিয়ে রুশ হেলিকপ্টার নিখোঁজ

ছবি : সংগৃহীত

রাশিয়ার পূর্বাঞ্চলে ২২ আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়ে গেছে। শনিবার (৩১ আগস্ট) হেলিকপ্টারটির সঙ্গে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর সেটির সন্ধানে অভিযান শুরু করেছে উদ্ধারকারীরা।

রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি জানিয়েছে, এমআই-৮ হেলিকপ্টারটি কামচাটকা অঞ্চলের ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছ থেকে যাত্রা শুরু করে। কিন্তু নির্ধারিত সময়সূচি অনুযায়ী গন্তব্যে পৌঁছাতে পারেনি।

ধারণা করা হচ্ছে, বিমানটিতে ১৯ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন।

এমআই-৮ একটি দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার যা ১৯৬০-এর দশকে ডিজাইন করা হয়েছিল। এটি রাশিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রতিবেশী দেশসহ অন্য অনেক দেশে এর জনপ্রিয়তা রয়েছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়