Apan Desh | আপন দেশ

চীনে স্কুল বাস চাপায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪, ৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:১৪, ৩ সেপ্টেম্বর ২০২৪

চীনে স্কুল বাস চাপায় নিহত ১১

ছবি : সংগৃহীত

চীনের পশ্চিমাঞ্চলীয় শানডং প্রদেশের তাইয়ান শহরে একটি স্কুল বাস জনতার ভিড়ের মধ্যে বেপরোয়া গতিতে একটি স্কুল বাস ঢুকে পড়ে। এতে ৫ জন শিক্ষার্থী ও ৬ জন অভিভাবকসহ মোট ১১ জন নিহত হয়েছে বলে চীনা রাষ্ট্রীয় মিডিয়া নিশ্চিত করেছেন। আরও কয়েকজন আহত হয়েছেন,যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে তাইয়ান শহরের একটি স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাসটি সজোরে ধাক্কা দিয়ে এ দূর্ঘটনাটি ঘটে।
 
রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাইয়ান পুলিশ ঘটনার কারণ অনুসন্ধান করছেন। ঘটনাটি ইচ্ছাকৃত কিনা তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ঘটেছে এই দুর্ঘটনা। বাসের চালককে ইতোমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। যাতে দেখা যাচ্ছে গাড়ির নিচে লোকজন আটকা পড়ে আছে।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়