ছবি : সংগৃহীত
নরওয়ের সাদা বেলুগা দক্ষিণ-পশ্চিম উপকূলে রিসাভিকা উপসাগরে একটি বেলুগা তিমি মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি রাশিয়ান গুপ্তচর তিমি। মূলত রাশিয়া এ তিমিটিকে গুপ্তচরে প্রশিক্ষণ দিয়েছে।
নরওয়েজিয়ান পাবলিক ব্রডকাস্টার এনআরকে জানিয়েছে, শনিবার (৩১ আগস্ট) দক্ষিণ নরওয়ের রিসাভিকা উপসাগরে বাবা ও ছেলে মাছ ধরতে গিয়ে তিমির মৃতদেহটি ভাসতে দেখেন।
তিমিটির নাম রাখা হয়েছে ‘ভালদিমির’। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নামের সংমিশ্রণে তিমিটির নাম ভালদিমির রাখা হয়েছে।
মেরিন মাইন্ড নামের একটি অলাভজনক সংস্থা যা তার গতিবিধির ওপর এতদিন নজর রাখছিল। এদিকে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, ভালদিমির শুধু একটি বেলুগা তিমি ছিল না। তিনি ছিলেন আশার আলোকবর্তিকা, সংযোগের প্রতীক এবং মানুষ ও প্রাকৃতিক বিশ্বের মধ্যে গভীর বন্ধনের অনুস্মারক।
নরওয়েজিয়ান কর্মকর্তারা বলছেন, তিমিটি একটি ঘের থেকে পালিয়ে যেতে পারে এবং রাশিয়ান নৌবাহিনী দ্বারা প্রশিক্ষিত হওয়ায় মানুষের সাথে অভ্যস্ত বলে মনে হচ্ছে।
অন্যদিকে, মস্কো এই জল্পনা-কল্পনার জবাব দেয়নি।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।